মহেশপুরে ভুট্টা ক্ষেত থেকে দিনমজুরের লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা লেবুতলা গ্রামের মাঠের একটি ভূট্টা ক্ষেত থেকে তরিকুল ইসলাম (৪১) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার পাঁচপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, সকালে লেবুতলা গ্রামের ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় বিজিবি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল সীমান্তের জিরো লাইন থেকে বাংলাদেশের ৫’শ গজ অভ্যন্তরে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
No comments