শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসির সংঘর্ষে ১০ জন আহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সোনদাহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রাম বাসির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোনদাহ গ্রামের মতলেব হোসেন ও জালাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৫ দিন আগে গ্রামের একটি চায়ের দোকানে জালাল হোসেনের লোকজন মতলেব হোসেনের এক সমর্থককে মারধর করে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। আহতদের মধ্যে ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments