ঝিনাইদহে প্রাক-বড়দিন উদযাপিত
ঝিনাইদহ প্রতিনিধি-
নানা কর্সূমচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ব্যাপিস্ট র্চাচে এ অনুষ্ঠানের আয়োজন করে মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানের শুরুতে খ্রিষ্ট সংগীতের মাধ্যমে কেক কেটে যিশু খ্রিষ্টের জম্মদিনের কর্মসূচী উদ্বোধন করা হয়।
নানা কর্সূমচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ব্যাপিস্ট র্চাচে এ অনুষ্ঠানের আয়োজন করে মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানের শুরুতে খ্রিষ্ট সংগীতের মাধ্যমে কেক কেটে যিশু খ্রিষ্টের জম্মদিনের কর্মসূচী উদ্বোধন করা হয়।
পরে যিশু খ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম, লাইলা ইয়াসমিন, জিন্নাতুল ইসলাম, মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান অনিল দাস, সদস্য রেভারেন্ট জেমস টোকস দাস, পাস্টার মাইকেল তাপস দাস, রেনুকা দাস, ম্যানেজার সুভাস বাড়ৈসহ বক্তব্য রাখেন। শেষে শিশুদের বড়দিনের উপহার প্রদাণ করা হয়। পরে পরিবেশিত হয় নাচ ও গান।
No comments