ঝিনাইদহে নাটক ‘বীরাঙ্গনার বয়ান’র ১১০ তম প্রদর্শনী অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে একক অভিয়ন ভিত্তিক নাটক ‘বীরাঙ্গনার বয়ান’র ১১০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের প্রান্তিক শিশু পল্লীতে এ নাটকের প্রদর্শনী করা হয়। ঢাকার শব্দ নাট্যচর্চ কেন্দ্রের পরিচালক রওশন জান্নাত রুশনী তার নিজের রচিত এ নাটক প্রদর্শণ করেন। এতে উঠে এসেছে ৭১’র মুক্তিযুদ্ধ, পাক-বাহিনী ও রাজাকারদের বর্বরতা ও একজন বীরাঙ্গনার চাওয়া।
নাটক প্রদর্শণ শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, প্রান্তিক শিশু পল্লীর সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, নাট্যজন রওশন জান্নাত রুশনী, খোরশেদ আলম, ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুস আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, নাট্যকর্মী মনোয়ার হোসেন, সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
No comments