ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
স্পেনের মাদ্রিদে আসন্ন কপ সম্মেলনে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন, সনাক সভাপতি অধ্যক্ষ সাইয়েদুল আলম, দুপ্রক সভাপতি প্রফেসর আব্দুল মতিন, সুজন সভাপতি আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা।
বক্তারা, আগামী ২ থেকে ১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫ তম জলবায়ু সম্মেলনে, প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবী জানান।

No comments

Powered by Blogger.