কালীগঞ্জে প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার-
প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কালীগঞ্জ নিমতলা বাসষ্টান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কালীগঞ্জ প্রেসক্লাবের আযোজনে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহজাহান আলী সাজু, ডেইলি ষ্টার পত্রিকার জেলা প্রতিনিধি আজিবর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিক, সাংবাদিক বাবুল আক্তার প্রমূখ। এসময় বক্তরা অবিলম্বে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

No comments

Powered by Blogger.