কালীগঞ্জে হোন্ডা মোটরসাইকেল শো-রুমের উদ্ভোধন
এম,শাহজাহান আলী সাজু-
জাপানের তৈরী হোন্ডা কোস্পানির মোটরসাইকেল বাংলাদেশের ১১২তম শো-রুমের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোঁটচাদপুর রোডস্থ মোটরসাইকেল সো-রুমের উদ্ভোধন করেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, ন্যাসনাল সেলস্ ম্যানেজার ওমর ইসলাম, পৌর মেয়র আশরাফুল আলম, হোন্ডা কোস্পানির স্বত্বাধিকারী আলোমগীর কবির, নাজমুল হাসান সুমন, কাউন্সিলার মুক্তার হোসেন প্রমূখ। এছাড়া কালীগঞ্জ শহরের ব্যবসায়ী, সূধীজনসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ উপস্থিত ছিলেন।
জাপানের তৈরী হোন্ডা কোস্পানির মোটরসাইকেল বাংলাদেশের ১১২তম শো-রুমের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোঁটচাদপুর রোডস্থ মোটরসাইকেল সো-রুমের উদ্ভোধন করেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, ন্যাসনাল সেলস্ ম্যানেজার ওমর ইসলাম, পৌর মেয়র আশরাফুল আলম, হোন্ডা কোস্পানির স্বত্বাধিকারী আলোমগীর কবির, নাজমুল হাসান সুমন, কাউন্সিলার মুক্তার হোসেন প্রমূখ। এছাড়া কালীগঞ্জ শহরের ব্যবসায়ী, সূধীজনসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ উপস্থিত ছিলেন।
No comments