ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে শফিউদ্দিন ওরফে শফি ডাকাত নামের এক সন্ত্রাসীকে অস্ত্র গুলিসহ আটক করেছে পুলিশ। রোববার রাতে ওই উপজেলার বারবাজার ফুলবাড়ী রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ছামছ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একাধিক মামলার পলাতক আসামী শফিউদ্দিন ওরফে শফি ডাকাত নামের এক সন্ত্রাসী বারবাজার রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, শফিউদ্দিনের নামে প্রতারণা, চুরি, ডাকাতি, নারী ও শিশু আইনেসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

No comments

Powered by Blogger.