কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের থানা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম তোতা, পৌ কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম সাইদুল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মুক্তি কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দোয়া কামনা করা হয়।

No comments

Powered by Blogger.