ঝিনাইদহে খাবারে বিষ দিয়ে পুরো পরিবারকে হত্যার চেষ্টা
\ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় হত্যার উদ্দেশ্যে খাবারে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে চাকলা পাড়ার সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
সোহরাব হোসেন জানান, তার স্ত্রী খাবার রান্না করে দুই কন্যা সন্তান নিয়ে পাশের বাড়িতে যায়। এসময় কে বা করা বাড়িতে ঢুকে খাবারে বিষ মিশিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সবাই মিলে খেতে বসলে খাবার থেকে বিষের দুর্গন্ধ বের হয়। এরপর তারা ঐ খাবার না খেয়ে পুলিশকে জানায়। তবে কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটাতে পারে বলে পরিবারের ধারনা। তারা এর সুষ্টু তদন্তের মাধ্যমে দোষিদের খুজে বের করে শাস্তির দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, খাবারে বিষ প্রয়োগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
No comments