ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।
কার্য নির্বাহী কমিটির ১৯টি পদের মধ্যে সভাপতিসহ ১৫টি পদে আওয়ামী সমর্থিত আইনজীবীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে খান আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে মো. আব্দুল খালেক, সহ সম্পাদক পদে মো. আবু রওশান রিপন, হিসাব নিরীক্ষক পদে মো. আব্বাস উদ্দিন, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে সাহানা সুলতানা, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (জাহিদ) এবং তথ্য প্রযুক্তি সম্পাদক পদে স্বপন মিত্র নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে মীর শাখাওয়াত হোসেন, মো. মোজাম্মেল হোসেন, মো. হাবিবুল্লাহ বাহার, মো. শামসুজ্জামান লাকি, মো. আতিয়ার রহমান, মিস শাহ আফরোজা নাসরিন ( রিনা), মো. মীর আক্কাস আলি, মো. আব্দুল মান্নান, আ ম সোহানুর জোয়ার্দ্দার সাথী ও মো. মোস্তাফিজুর রহমান মিথুন নির্বাচিত হয়েছেন।

No comments

Powered by Blogger.