শৈলকুপায় আবাইপুর ট্রাজেডী দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি-
আজ ১৪ অক্টোবর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ট্রাজেডি দিবস। ১৯৭১ সালের সালের এই দিনে আবাইপুরে পাক বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধে ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। সে সাথে শহীদ হন আরো কয়েক জন গ্রামবাসি। দেশ স্বাধীনের পর প্রতি বছর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধাগন দিনটি পালন করে আসছেন।
সোমবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে মুক্তিযোদ্ধাগন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর দুপুরে আবাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবাইপুর ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিশ^াস লুৎফর রহমান, মনোয়ার হোসেন মালিতা, রহমত আলি মন্টু, রইচ উদ্দিন, হাজী ওয়াজেদ আলি ও লুৎফর রহমান টুলুু। তারা ওই দিনের স্মৃতি চারণ করেন। আলোচনা সভা শেষে শহীদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.