ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র আয়োজনে মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসান উল কবীর। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী সালাহউদ্দিন, নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবু সাঈদসহ প্রমুখ। বক্তারা, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধের পাশাপাশি চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র আয়োজনে মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসান উল কবীর। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী সালাহউদ্দিন, নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবু সাঈদসহ প্রমুখ। বক্তারা, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধের পাশাপাশি চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
No comments