ঝিনাইদহে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী এলাকার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শহরের ভূটিয়ারগাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুবৃর্ত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

No comments

Powered by Blogger.