ঝিনাইদহের হরিণাকণ্ডুতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে সনাতন ধর্মালম্বীদের সারদীয় দূর্গা পূজা কেমন হচ্ছে দেখার জন্য বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ উজ জামান এসময় সাথে ছেলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরহোসেন নির্ঝর , মোঃ হেদায়েত উল্ল্যহ , মোঃ এরফানুল হক চৌধুরী , মোঃ কামরুজ্জামান , নাঈমা খান , মোকলেদা খাতুন ।
ছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ শাহীনুর রহমান রিন্টু , হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু৷, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু , অর্থ সম্পাদক হাবিবুর রহমান রুবেল , উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুমারেশ চন্দ্র কর্মকার , সাধারণ সম্পাদক বাবা বিস্বনাথ সাধুখা৷, পৌর কাউন্সিলর শুভঙ্কুর বিস্বাস।
হরিণাকুণ্ডু বাজার গোসাইবাড়ী বারোয়রী , চিথলীয়া কর্মকারপাড়া বারোয়ারী , আদিবাসী পাড়া বারোয়ারী মন্দীর সহ বিভিন্ন মন্দীর পরিদর্শন কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাষক ও নির্বাহী অফিসার শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করা সহ বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় কালে সকল প্রকার সহযোগিতার আস্বাস দেন ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে সনাতন ধর্মালম্বীদের সারদীয় দূর্গা পূজা কেমন হচ্ছে দেখার জন্য বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ উজ জামান এসময় সাথে ছেলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরহোসেন নির্ঝর , মোঃ হেদায়েত উল্ল্যহ , মোঃ এরফানুল হক চৌধুরী , মোঃ কামরুজ্জামান , নাঈমা খান , মোকলেদা খাতুন ।
ছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ শাহীনুর রহমান রিন্টু , হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু৷, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু , অর্থ সম্পাদক হাবিবুর রহমান রুবেল , উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুমারেশ চন্দ্র কর্মকার , সাধারণ সম্পাদক বাবা বিস্বনাথ সাধুখা৷, পৌর কাউন্সিলর শুভঙ্কুর বিস্বাস।
হরিণাকুণ্ডু বাজার গোসাইবাড়ী বারোয়রী , চিথলীয়া কর্মকারপাড়া বারোয়ারী , আদিবাসী পাড়া বারোয়ারী মন্দীর সহ বিভিন্ন মন্দীর পরিদর্শন কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাষক ও নির্বাহী অফিসার শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করা সহ বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় কালে সকল প্রকার সহযোগিতার আস্বাস দেন ।
No comments