ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় হরিনাকুন্ডু উপজেলার পারমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

No comments

Powered by Blogger.