কালীগঞ্জে পাইকপাড়া-আনান্দবাগ ফুটবল টুনার্মেন্ট ৮ দলীয় খেলার শুভ উদ্ধোধন ট্রাইবেকারে ৪-৫ গোলে কোটচাঁদপুর ফুটবল একাদশ জয়ী


বাবুল আক্তার -
ঝিনাইদহের কালীগঞ্জে পাইকপাড়া-আনান্দবাগ ফুটবল টুনার্মেন্ট ৮ দলীয় খেলার শুভ উদ্ধোধন অনুষ্টিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার উপস্থিত থেকে এই উদ্ধোধনী খেলার উদ্ধোধন করেন। উদ্ধোধনী খেলা প্রতিদ্বন্দ্বিতা করেন মাগুরা ফুটবল একাদশ বনাম কোটচাঁদপুর ফুটবল একাদশ। নির্ধারিত সময় গোল শুন্য ড্র হওয়ায় খেলা টাইবেকারে গড়াই। টাইবেকারে মাগুরা ফুটবল একাদশকে ৪-৫ গোলের ব্যবধানে পরাজিত করে কোটচাঁদপুর ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন খালেদ সাইফুল্লা পিকুল।










No comments

Powered by Blogger.