ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নতুন ওসি’র যোগদান

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেছেন মুহাঃ মাহফুজুর রহমান মিয়া।
সোমবার রাতে ওসি ইউনুচ আলীর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। মাহফুজুর রহমান মিয়া সাতক্ষীরা থেকে বদলী হয়ে কালীগঞ্জে আসেন। এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। তিনি ঢাকা কলেজ থেকে ফিলোসফিতে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করে ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
এদিকে সাবেক ওসি ইউনুচ আলীকে খুলনা রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে থানা পুলিশের পক্ষ থেকে ওসি ইউনুচ আলীকে বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন ওসি মাহফুজুর রহমান মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

No comments

Powered by Blogger.