আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সনাকের কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে সনাকের সভাপতি সায়েদুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সুজনের সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কথন সাংস্কৃতিক সংসদ (কসাসের) সভাপতি উম্মে সায়মা জয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, আবরার হত্যাকান্ড বাকস্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত দাবী করে দ্রুত এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।
No comments