শৈলকুপা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখা কমিটি গঠন সভাপতিঃ মেহেদী হাসান,সম্পাদকঃ ইমরান খান

শৈলকুপা প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে। গড়াই নাট্যগোষ্ঠীর মেহেদী হাসানকে সভাপতি, বৈশাখী শিল্পী গোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের ইমরান খান বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা কে পৃষ্ঠপোষক ঘোষনা করা হয়েছে। এয়াড়া স.ম রানাউজ্জামান বাদশা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আক.ম মামুনুর রহমান, সমাজসেবক রেজাউল ইসলাম রাজু, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি কামরুল হাসান পিকুল, ও নৃপতি রঞ্জন চক্রবর্তীকে উপদেষ্টান্ডলীর সদস্য করা হয়েছে।
এছাড়া কুমার নাট্য দলের গোপাল চন্দ্র দে, লালন একাডেমির মানিক জোয়াদ্দর, বৈশাখী শিল্পীগোষ্ঠীর শহিদুল ইসলাম টুলু, লালন একাডেমির মোস্তফা আবু জাফর, লালন একাডেমির আবু কাশেম শেখ (স্বপন), বৈশাখী শিল্পীগোষ্ঠীর ইয়াসিন আলি, ও ইচ্ছা সাংস্কৃতিক সংগঠনের মনিরুল ইসলাম (লাল্টু) কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। বৈশাখী শিল্পীগোষ্ঠীর বি এম রাজিবুল হাসান (রাজু) ও ইচ্ছা সাংস্কৃতিক সংগঠনের ফজলুল হক (জুয়েল) কে যুগ্ম সাধারণ সম্পাদক, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের শাহিন মোল্লা কে সাংগঠনিক সম্পাদক, লালন একাডেমির আমিরুল ইসলাম, চ্যালেঞ্জ শিল্পীগোষ্ঠীর সাজ্জাদুর রহমান শিপন, ও গড়াই নাট্যগোষ্ঠীর আনিছুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক, বৈশাখী শিল্পীগোষ্ঠীর তরিকুল ইসলামকে অর্থ সম্পাদক, কবি গোলাম মোস্তফা একাডেমীর কাজি আল মামুনকে দপ্তর সম্পাদক, রহমান শিল্পীগোষ্ঠীর উত্তম কুমার বিশ্বাসকে প্রচার সম্পাদক, ইচ্ছা সাংস্কৃতিক সংগঠনের আবদুল মোমেনকে সহকারী প্রচার সম্পাদক, ইচ্ছা সাংস্কৃতিক সংগঠনের মনিরা খাতুন কে সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা, ফোক ব্যান্ড এর আর্যুন সংস প্রকাশনা সম্পাদক,শৈলবালা সাংস্কৃতিক পরিষদের রমেশ সরকারকে সাংস্কৃতিক সম্পাদক, ব্যান্ড নক্ষত্রের বিশ্বাসকে সহ-সাংস্কৃতিক সম্পাদক, নবগঙ্গা সংগীত একাডেমীর দেবব্রত চক্রবর্তী, গড়াাই নাট্যগোষ্ঠীর জাকির হোসেন, গড়াই নাট্যগোষ্ঠীর শ্রী নিত্যগোপাল বিশ্বাস, ও দেশ ব্যান্ডের জুলফিকার আলী সাবুকে সম্মানিত সদস্য, লালন একাডেমির সোহেল রানা, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের আবু জুবায়ের অন্তর, রহমান শিল্পীগোষ্ঠীর লাকি ইসলাম, ঘাসফুল সাংস্কৃতিক সংঘের আবু বক্কর সিদ্দিক,ও দেশ ব্যান্ডের অসীম কুমার মুল্লা কে সদস্য করা হয়েছে।









No comments

Powered by Blogger.