ঝিনাইদহে জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের করা হয় এবং র‌্যালীটি পুরাতন ডিসি কোর্ট মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় সদর উপজেলা জাসদের সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার বাবু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, শৈলকুপা উপজেলা জাসদের সভাপতি সরাফত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, মহেশপুর উপজেলা সভাপতি আব্দুল জলিল মিয়া, কোটচাদপুর উপজেলা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পান্নু, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি বিদ্যুত হোসেন ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমূখ।

No comments

Powered by Blogger.