ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় শোভাযাত্রা
বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় স্বেচ্ছাসেবী ও সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ) এর কুষ্টিয়া জোন শোভাযাত্রাাট আয়োজন করে।
অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস ঘোষণা করে মাসব্যাপী র্কমসূচীর অংশ হিসেবে এ শোভাযাত্রা করে সংগঠনটি। এসময় সদস্যরা ‘সবাই হলে সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ’, ‘ক্যান্সারে থাকলে ভয়, বাল্যবিবাহ আর নয়’, ‘ সূচনায় পড়লে ধরা স্তন ক্যান্সার যায় সারা’ ইত্যাদি স্লোগান সংবলিত প্লার্কাড হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করে৷
শোভাযাত্রাটি ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে শুরু হয়ে বিভন্নি সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে পথসভায় মিলিত হয়। সভায় সংগঠনের উপদেষ্টা আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, ক্যাপের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহদী ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন আলোচনা করেন। এসময় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফারজানা আক্তার, কুষ্টিয়া জোনের সভাপতি সালমান শাহাদাৎ ও সাধারণ সম্পাদক মীরা শেখসহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের নেতার্কমীরা ক্যান্সার সচেতনতায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় স্বেচ্ছাসেবী ও সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ) এর কুষ্টিয়া জোন শোভাযাত্রাাট আয়োজন করে।
অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস ঘোষণা করে মাসব্যাপী র্কমসূচীর অংশ হিসেবে এ শোভাযাত্রা করে সংগঠনটি। এসময় সদস্যরা ‘সবাই হলে সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ’, ‘ক্যান্সারে থাকলে ভয়, বাল্যবিবাহ আর নয়’, ‘ সূচনায় পড়লে ধরা স্তন ক্যান্সার যায় সারা’ ইত্যাদি স্লোগান সংবলিত প্লার্কাড হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করে৷
শোভাযাত্রাটি ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে শুরু হয়ে বিভন্নি সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে পথসভায় মিলিত হয়। সভায় সংগঠনের উপদেষ্টা আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, ক্যাপের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহদী ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন আলোচনা করেন। এসময় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফারজানা আক্তার, কুষ্টিয়া জোনের সভাপতি সালমান শাহাদাৎ ও সাধারণ সম্পাদক মীরা শেখসহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের নেতার্কমীরা ক্যান্সার সচেতনতায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
No comments