সকিবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন
বিপ্লব খন্দকার, ইবি-
আইসিসি কর্তৃক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টার মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এই মানববন্ধন করেন বিশ্ববিদ্যালযের সাধারণ শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীদের হাতে ‘বাংলাদেশের ক্রিকেট সাকিব ছাড়া নিঃশেষ’, ‘সাকিব এক অনুপ্রেরণার নাম’, ‘ষড়যন্ত্র নিপাত যাক সাকিব আল হাসান মুক্তি পাক’, ‘পাপন হঠাও ক্রিকেট বাচাও’ প্রভৃতি লেখা বিভিন্ন প্ল্যাাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাকিবের শাস্তি পুনর্বিবেচনা করে তার ওপর আরোপ করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কেননা বিশ্ব ক্রিকেটে সাকিবের অবদান অপরিসীম। তিনি তার খেলার মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে তুলে ধরেছেন।
এই নিষেধাজ্ঞাকে ঘিরে কোনো প্রকার রাজনীতি না করে বাংলাদেশের ক্রিকেটকে রক্ষার জন্য বিসিবির প্রতি আহ্বান জানান তারা।
No comments