মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের চেয়ারম্যানসহ গ্রেফতার-২
ঝিনাইদহ প্রতিনিধি-
মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া ও কোলা গ্রামের সাহেব আলী মালিতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সোমবার দুপুরে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুর রশিদ মিয়া ও সাহেব আলী মালিতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলছিল। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ প্রসিকিউশন। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ডাকবাংলা এলাকায় তারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেয়ে নির্বাচিত হন।
মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া ও কোলা গ্রামের সাহেব আলী মালিতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সোমবার দুপুরে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুর রশিদ মিয়া ও সাহেব আলী মালিতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলছিল। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ প্রসিকিউশন। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ডাকবাংলা এলাকায় তারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেয়ে নির্বাচিত হন।
No comments