কালীগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার-
শারদীয় দূর্গা পূজার মহাঅষ্টমীতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশের উর্ধতন কর্মকর্তা খুলনার অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম (পিপিএম)। এ সময়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। রোববার সন্ধ্যা ৭ টার দিকে খুলনার অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম (পিপিএম) মহোদয় কালীগঞ্জে আসেন। এরপর তিনি স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বের হন। তারা প্রথমে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল পাড়া পূজা মন্ডবে যান। সেখানে কিছু সময় অবস্থান গ্রহন ও পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তারা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময়ে তাদের সাথে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
No comments