ঝিনাইদহে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের গোপিনাথপুর ছাগল উন্নয়ন উপ-কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম গোপিনাথপুর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে শফিকুল ইসলাম বাড়ী থেকে ভেন্নাতলা বাজারে যাচ্ছিল। পথে ছাগল উন্নয়ন উপ-কেন্দ্রের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা শতবর্ষী গাছের একটি শুকনা ডাল ভেঙ্গে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন।
ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের গোপিনাথপুর ছাগল উন্নয়ন উপ-কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম গোপিনাথপুর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে শফিকুল ইসলাম বাড়ী থেকে ভেন্নাতলা বাজারে যাচ্ছিল। পথে ছাগল উন্নয়ন উপ-কেন্দ্রের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা শতবর্ষী গাছের একটি শুকনা ডাল ভেঙ্গে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন।
No comments