ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে পিস প্রেসার গ্রুপ নামের একটি সংগঠন।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা জাপার যুগ্ম সম্পাদক শামীম আজাদ সোনা, কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, সুজনের সাধারণ সম্পাদক শরীফ মাহমুদুল হাসান, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির শুভ কুমার বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, দ্বন্দ সংঘাত ভুলে একটি শান্তিপুর্ণ সমাজ তথা দেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
No comments