কালীগঞ্জের পাইকপাড়া-আনান্দবাগ ফুটবল টুর্নামেন্ট যশোর ৮-১ গোলে বিশাল ব্যবধানে হারালো ঝিনাইদহকে
বাবুল আক্তার কালীগঞ্জ (ঝিনাইদহ) -
বুসুন্দিয়া খেলোয়ার কল্যান সমিতি যশোর ঝিনাইদহ ফুটবল একাডিমিকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। রোববার বিকালে ঝিনাইদহ কালীগঞ্জের পাইকপাড়া-আনান্দবাগ ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। উভয় দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে দারুন উপভোগ্য হয়ে উঠে এ ম্যাচটি। বুসুন্দিয়া খেলোয়ার কল্যান সমিতি যশোরের পক্ষে ৪ করে গোল করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়ার আরোঙ্গ ও ১২ নং জার্সি পরিহিত খেলোয়ার আলোম। অপরদিকে শক্তিশালী ঝিনাইদহ ফুটবল একাডিমি খেলোয়াড়েরাও কয়েকটি সুযোগ হাত ছাড়া করেন। ঝিনাইদহ ফুটবল একাডিমির পক্ষে একটি গোল করেন ৯ নং জার্সি পরিহিত খেলোয়ার নয়ন। ফলে বুসুন্দিয়া খেলোয়ার কল্যান সমিতি যশোর ৮-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ম্যাচ সেরার পুরষ্কার পান বুসুন্দিয়া খেলোয়ার কল্যান সমিতি যশোর আরোঙ্গ। খেলাটি পরিচালনা করেন মারুুফ হোসেন , তাকে সহযোগিতা করেন আব্দুল ওয়াহেদ ও মমিনুল হক খোকা। আগামী বুধবার শৈলকুপা ফুটবল একাদশ বনাম মহেশপুর ফুটবল একাদশ খেলা অনুষ্টিত হবে।
No comments