জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব১৭) শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কলীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক (ঠান্ডু)।উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহা কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:জাকির হোসেন,কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ,এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ত্রুীড়া পরিচালকবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন ।
প্রথম রাউন্ডের শুরুতেই খেলাটিতে মালিয়াট ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হন নিয়ামতপুর ইউনিয়ন একাদশ।
No comments