শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কালীগঞ্জে ভোরের ডাক পত্রিকার সৌজন্যে

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে ভোরের ডাক পত্রিকার সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চাঁদবা-একতারপুর সারকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ উপলক্ষে বিদ্যালয় চত্তরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। চাঁদবা-একতারপুর সারকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আযুব হোসেন মালিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহাজান আলী সাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও চিত্রা নিউজের সম্পাদক সোলায়মান হোসাইন, চাঁদবা-একতারপুর সারকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক সাজেদুল রহমান মিন্টু, নজরুল ইসলাম,আরিফুল ইসলাম প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন দৈনিক ভোরের ডাক পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি এনামুল হক সিদ্দীক। অনুষ্টান শেষে অতিথিবৃন্দ ১’শ শিক্ষার্থীর মাঝে ১টি করে মেহগুনি গাছের চাঁরা বিতরণ করেন। এসময় অতিথিবৃন্দ বিদ্যালয় চত্তরে একটি চাঁরা রোপন করেন। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কেএম বেলায়েত হোসেনের পক্ষ থেকে এই চারা বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.