ঝিনাইদহে পরিবেশ ও জলবায়ু রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচী
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়া বাড়ীয়া ইউনিয়নে ” এসো দেশ গড়ি” লাইব্রেরীর উদ্যোগে পালিত হল পরিবেশ ও জলবায়ু রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচী।
এই কর্মসূচীর আয়োজক ছিল ঝিনাইদহ সদর উপজেলার রাম নগর গ্রামের রংমিস্ত্রী যহির রাহায়ান। তালের বীজ রোপণের আগে নগর বাতান বাজারে পরিবেশ ও জলবায়ুর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল সদর উপজেলা কৃষি অফিসার রাকিব হোসেন, নগর বাতান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব হোসেন মোল্লা ও বৃক্ষ প্রেমিক যহির রাহায়ান। আলোচনা শেষ প্রধান অতিথি রাস্তার পাশে তালের বীজ রোপণের মাধ্যমে যহির রাহায়ানের পরিবেশ ও জলবায়ু রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচী শুভ উদ্ভোধন ঘোষণা করে।
No comments