অনলাইন প্রেস ইউনিটির সম্মিলন দুলাল চেয়ারম্যান রাসেল মহাসচিব
স্টাফ রিপোর্টার:
‘বায়ান্ন প্রেরণা-একাত্তর চেতনা-সকল জাতীয় বীর শ্রদ্ধাজন-আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সংবাদ-সমৃদ্ধ দেশ প্রয়োজন’ কথাকে বুকে লালন করে ২০১০ সালে পথচলা শুরু করে সংবাদকর্মী-অনলাইন এক্টিভিটিস্টদের সংগঠন অনলাইন প্রেস ইউনিটি। উক্ত আয়োজনে দেশের সকল জেলা- উপজেলা থেকে আগ্রহী সংবাদকর্মী-সাহিত্যিক ও অনলাইন এ্যাক্টিভিটিস্টগণের উপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন লুৎফর রহমান স্বপন, এম এ মান্নান ও এ্যাড, নূর নবী পাটোয়ারী। অদ্য মুক্তি মিলনায়তনে এ আয়োজনে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, সোনিয়া দেওয়ান প্রীতি, শফিউল বারী রাসেল, আনোয়ার হোসাইন ভূঁইয়া, ওয়াজেদ রানা, আবদুল্লাহ আল মামুন, কৌশিক আহমেদ সোহাগ, দীন ইসলাম প্রমুখ।
No comments