কালীগঞ্জে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে । এঘটনার সাথে জড়িত মশিয়ার রহমান (৩৮) নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটি একতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ৫ম শ্রেণীর ছাত্রী। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত মশিয়ার রহমান একারপুর গ্রামের ইবাদ আলীর ছেলে ।
এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার একজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। ভিকটিমের বাবা জানান ,গত ৯ তারিখে আমিসহ আমার পরিবার যশোর চৌগায় আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। এসময় আমার মেয়ে বাড়িতে একা ছিলো । এই সুযোগে রাতে মশিয়ার রহমান আমার মেয়েকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে।
কালীগঞ্জ থানার ওসি মো: ইউনুচ আলী জানান,ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে । পুলিশ এঘটনার সাথে জড়িত মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে। শিশুটিকে তাৎক্ষনিক ভাবে ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments