সরকারি প্রশিক্ষণ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আজিজুল হক
ঝিনাইদহ প্রতিনিধি-
স্বরাষ্ট মন্ত্রানালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ভারতের ফরিদাবাদে প্রশিক্ষণ নিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক। তিনি জানান, গত ২৬ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ৬ দিনের সরকারি প্রশিক্ষণে ভারতে অবস্থান করছিলেন। পরে প্রশিক্ষণ শেষে ১ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি অভিজ্ঞতার আলোকে বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারিরা ভবিষ্যতে স্ব-স্ব এলাকায় মাদকদ্রব্য নির্মূলে সফলতার সাথে কাজ করে দেশের উন্নয়নে অগ্রণী ভ’মিকা পালন করতে সহায়ক হবে। পাশাপাশি তিনি ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।
No comments