কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান

কালীগঞ্জ (ঝিনাইদহ)অফিস\
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করেছে। সোমবার বিকেলে উপজেলার দুলালমুন্দিয়া বাজারে এ অভিযান চালানো হয়। এসময় গোলাম মোস্তফাা নামের এক ব্যক্তিকে ভেজাল সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ৫০ হাজার জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল করিম, উপজেলা কৃষি স¤প্রসারন অফিসার হুমায়ুন কবির ও এসআই সমিরন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান, গোলাম মোস্তফা নামের ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধভাবে নি¤œœমানের জিপসাম কিনে প্যাকেটজাত করে বাজরে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে। অভিযান চালিয়ে তার ঘর থেকে ৩০৪ বস্তা জিপসাম, ১৪ কার্টুন সুফলা জিংক, ১৪ কার্টুন আমেরিকা জিংক, এক বস্তা বোরন ও চার বস্তা থাই জীপসাম জব্দ করা হয়। অভিযোগের ভিত্তিতে ৫০ হাজার জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি পূর্বেও একই অভিযোগে কারাভোগ করেছেন বলে জানা যায়।


No comments

Powered by Blogger.