ইবিতে জন্মাষ্টমী পালিত
বিপ্লব খন্দকার, ইবি-
জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় বীরশেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এ আয়োজন করে।জন্মাষ্টমী উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মিলিত হয়। পরে সেখানে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী।এছাড়াও ছাত্রউপদেষ্টা আধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ভারপ্রাপ্ত প্রোক্টর ড. আনিছুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
No comments