ইবির সহায়ক কর্মকর্তা সমিতির নতুন কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহায়ক কর্মকর্তা সমিতির ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। আজ বুধবার সমিতির সভাপতি উকিল উদ্দিন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।জানা যায়, বর্তমান কমিটির অনেক সদস্য পদোন্নতি পেয়ে কর্মকর্তা হওয়ায় সমিতিতে পদশুন্য দেখা দেয়। পরে গত ২৮ আগস্ট (মঙ্গলবার) সমিতির এক সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের আলোচনা সাপেক্ষে সর্বসম্মতি ক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য ৪ সদস্যরা হলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম জনি এবং সদস্য আমিরুল ইসলাম, আফতাব উদ্দিন ও লাভলী খাতুন।
No comments