ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্টান

বিপ্লব খন্দকা, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গত ৩ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এর আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি।
সমিতির সদস্য সাদ্দাম হোসেন নাহিদের সঞ্চালনায় সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর ছাদিকুল ইসলাম, লেকচারার শরিফুল ইসলাম, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ হাবিবুল্লাহ, শাখা কর্মকর্তা বদরুল আলম ও সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সমিতির সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

No comments

Powered by Blogger.