কালীগঞ্জে ৮ দলীয় এম পি কাপ ফুটবল টুনার্মেন্ট বাগেরহাট ৩-২ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারী নলডাঙ্গা ভূষণ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় দিগন্ত প্রসারী ফুটবল একাদশ রাখালগাছি বাগেরহাট ৩-২ গোলে ওয়ান্ডার্স ক্লাব পুড়াদা কুষ্টিয়াকে পরাজিত করেছে। চরম প্রতিদ্বন্দিতাপুর্ণ খেলার প্রথময়ার্ধ গোল শুন্য ভাবে শেষ হয়। তবে ২য় অর্ধের খেলায় উভয় পক্ষে ২টি করে গোল করার পর শেষে সময়ে দিগন্ত প্রসারী ফুটবল একাদশ রাখালগাছির পক্ষে নাইজেরিয়ান জেরী গোল করে দলকে এগিয়ে নেন। বিজয়ী দলের জেরী সেরা থেলোয়াড় নির্বাচিত হন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল-হাসানের পিতা মসরুর রেজা, বাগের হাটের রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান আবু শামিম আচনু, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী, সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন, ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মোচিক শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, অঞ্জলি রানী দাস, বাবু দিপংকর দাস, শেখ জাকির হোসেন, এম পি কাপ ফুটবল টুনার্মেন্ট আহবায়ক অজিত ভট্টাচার্য়্য, উপজেলা ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফার রহমান লাড্ডু প্রমূখ। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় কালীগঞ্জ ফুটবল একদশ দলের মুখোমুখি হবে মাগুরা ফুটবল একাদশ। এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ৮ টি দল অংশ নিচ্ছে।
No comments