কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু
এস এম টিপু, স্টাফ রিপোর্টাঃঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালিনা-গুড়পাড়া সড়কের বুড়োর বিলের ব্রিজের কাছে মটর সাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুবরণ করেছে। আজ বুধবার
দুপুরে মটর সাইকেল থেকে পড়ে সুমাইয়া খাতুন (৮) নামের এক ছাত্রী ঘটনা স্থলেই মারা যায় এবং বাবা আঃ সামাদ (৩৫) ও চাচা আলামিন হোসেন (২৫) সামান্য আহত হয়েছে।
স্থানীয় মেম্বর মোঃ আনোয়ার হোসেন জানায়, সফদালপুর এলাকায় কন্যানগর গ্রামের আঃ সামাদ এর একমাত্র মেয়ে কন্যানগর সরকারি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা ও চাচা মেয়ে সুমাইয়াকে মটর সাইকেলে নিয়ে শশুর বাড়ি একই উপজেলার তালিনা গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো, যাবার পথে দুপুর ২:৩০ টার দিকে তালিনা-গুড়পাড়া সড়কের বুড়োরবিল
এলাকায় পৌছলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে, পিছনে বসে থাকা সুমাইয়া পিচ রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। একমাত্র মেয়েরমৃত্যুর খবর শুনে মা ইতি খাতুন ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে & পরে জ্ঞান হারিয়ে ফেলে। সুমাইয়ার মৃত্যুর খবর নানা বাড়ি পৌঁছালে তালিনা গ্রামে শোকের ছায়া নেমে আসে। সামান্য আহত মেয়েটির বাবা ও চাচাকে স্থানীয় ডাক্তারের দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই গুড়পাড়া ফাঁড়ির পুলিশ হাজির হয়ে গুড়পাড়া ফাঁড়িতে নিয়ে যায়।
Attachments area
দুপুরে মটর সাইকেল থেকে পড়ে সুমাইয়া খাতুন (৮) নামের এক ছাত্রী ঘটনা স্থলেই মারা যায় এবং বাবা আঃ সামাদ (৩৫) ও চাচা আলামিন হোসেন (২৫) সামান্য আহত হয়েছে।
স্থানীয় মেম্বর মোঃ আনোয়ার হোসেন জানায়, সফদালপুর এলাকায় কন্যানগর গ্রামের আঃ সামাদ এর একমাত্র মেয়ে কন্যানগর সরকারি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা ও চাচা মেয়ে সুমাইয়াকে মটর সাইকেলে নিয়ে শশুর বাড়ি একই উপজেলার তালিনা গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো, যাবার পথে দুপুর ২:৩০ টার দিকে তালিনা-গুড়পাড়া সড়কের বুড়োরবিল
এলাকায় পৌছলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে, পিছনে বসে থাকা সুমাইয়া পিচ রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। একমাত্র মেয়েরমৃত্যুর খবর শুনে মা ইতি খাতুন ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে & পরে জ্ঞান হারিয়ে ফেলে। সুমাইয়ার মৃত্যুর খবর নানা বাড়ি পৌঁছালে তালিনা গ্রামে শোকের ছায়া নেমে আসে। সামান্য আহত মেয়েটির বাবা ও চাচাকে স্থানীয় ডাক্তারের দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই গুড়পাড়া ফাঁড়ির পুলিশ হাজির হয়ে গুড়পাড়া ফাঁড়িতে নিয়ে যায়।
Attachments area
No comments