ঝিনাইদহে মানব পাচারকারী আটক


স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের আঠারোমাইল এলাকা থেকে মানব পাচার কারী চক্রের সক্রিয় সদস্য আক্তার হোসেন পিকুল(৪০) কে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আক্তার হোসেন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের জালাল মালিথার ছেলে ।
র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেফতার করে। সে দীর্ঘ দিন অবৈধ ভাবে পানি পথে মানব পাচার করে আসছে। সে এলাকার যুবকদের কম খরচে মালয়েশিয়া,লিবিয়া ,ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রোলভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিলেন।
শোয়াইব উদ্দিন, ঝিনাইদহ।

No comments

Powered by Blogger.