কালীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জে সাজাপ্রাপ্ত এক আসামীকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মৃণাল কান্তি সাহাকে ২২ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় ২বছরের কারাদন্ড দেয় আদালত। কারাদন্ডাদেশ দেওয়ার পর থেকে সে পলাতক ছিলো । রোববার কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের তাকে খুলনা থেকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কালীগঞ্জ থানার সাজাপ্রপ্ত আসামী মৃণাল সাহ খুলনাতে আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই আবুল খায়ের খুলনাতে অভিযান চালিয়ে মৃণাল সাহাকে আটক করে। সে কলেজপাড়া গ্রামের শিবু পদ বিশ্বাসের ছেলে । সোমবার সকালে তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
No comments