কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি\
ঝিনাইদহের কালীগঞ্জে লিমন (৩) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের আড়পাড়া দরগা পাড়ায়। লিমন শহরের আড়পাড়া দরগা পাড়ার লিটু বিশ্বাসের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে লিমন সোয়েব নগর দাখিল মাদ্রাসার পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় লিমন। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেলে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। অবশেষে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় আশপাশের লোকজন তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.