ঝিনাইদহ শৈলকুপা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌর ভবন থেকে বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ ও সিলগালা
ঝিনাইদহ প্রতিনিধি\
শৈলকুপা পৌরসভা ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে । বৃহস্পতিবার সকালে শৈলকুপা পৌরসভা ভবনে অভিযান পরিচালনা করলে পৌর ভবনে লুকিয়া রাখা বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র বিপুল পরিমান ভিজিএফ চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৩ বস্তা ও প্রায় ১৯শ’ কেজি চাউল পৌর ভবনের একটি গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উক্ত ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় তার উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জণ বিশ্বাস ও শহর আলী ।
No comments