কালীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সূজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টা
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সূজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করেন। উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ও সূজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উদ্যাপন কমিটির আয়োজনে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইচ-চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সুদোন সাহা, সোযেব নগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা প্রমূখ। ওই সময় ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু,নলডাঙ্গা ভূষণ হাইস্কুলের প্রধান শিক্ষক মোকবুল হোসেন তোতা, হাট-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ সকল মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের প্রধানগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান, শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান, শ্রেষ্ট শ্রেণি শিক্ষক, শ্রেষ্ট শিক্ষার্থীসহ সূজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.