নদীর জায়গা দখল কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়াসহ মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার-
নদীর জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের অপরাধে নির্মিত বিল্ডিং ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিল্ডিং নির্মাণকারী মালিক মাংস বিক্রেতা কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চিত্রা নদীর পাড়ের পুরাতন মাংস হাটায় এ অভিযান চালান সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাকির হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, শহরের পুরাতন চিত্রা নদীরপাড়ের মাৎস হাটায় উপজেলার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে কালাম হোসেন নদীর জায়গা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করছিল।
এমন খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়াসহ মাংস বিক্রেতা কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ জাকির হোসেন জানান, নদীর জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের অপরাধে “সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষ ভুমি ও ইমারত ( দখল ও পুনঃউদ্ধার) আইন ১৯৭০/৭ ধারা” মোতাবেক নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়াসহ মাংস বিক্রেতা কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।



No comments

Powered by Blogger.