ঝিনাইদহ বিআরটিএ অফিসে এক বছরে প্রায় ৮ কোটি টাকার রাজস্ব আদায়
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ বিআরটিএ অফিসে এক বছরে প্রায় ৮ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক বিলাস সরকার জানান, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে ভ্যাট, ট্যাক্স বাদেই ২০১৮ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫ শত ৭৮ টাকার রাজস্ব আদায় হয়েছে।
তিনি আরও জানান, ২০১৭ সালের ২০ এপ্রিল ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে এর আগে ২০১৭ সালে ৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৫শ’ ৪২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত তিন বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলোতে তা সম্ভব হয়নি।
ঝিনাইদহ বিআরটিএ অফিসে এক বছরে প্রায় ৮ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক বিলাস সরকার জানান, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে ভ্যাট, ট্যাক্স বাদেই ২০১৮ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫ শত ৭৮ টাকার রাজস্ব আদায় হয়েছে।
তিনি আরও জানান, ২০১৭ সালের ২০ এপ্রিল ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে এর আগে ২০১৭ সালে ৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৫শ’ ৪২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত তিন বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলোতে তা সম্ভব হয়নি।
এছাড়াও ঝিনাইদহ বিআরটিএ’র পক্ষ থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করণে জেলার ছয়টি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তিন লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিআরটিএ’র এই কর্মকর্তা।
No comments