কালীগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে মশা নিধনে ঔষধ স্প্রে
ঝিনাইদহ জেলা পরিষদ কতৃপক্ষ কালীগঞ্জ শহরে মশার বিস্তার রোধে মশা নিধন ঔষধ স্প্রেসহ নানা সচেতনতামূলক কর্যক্রম চালিয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেলের নেতৃত্বে মশা নিধনের কর্যক্রম শুরু করেন।
পরে কালীগঞ্জ নিমতলা বাসষ্টান্ডসহ শহরের বিভিন্ন স্থানে মশা নিধন কর্যকারী ঔষধ স্প্রেসহ জনসচেতনতা মূলক কর্যক্রম পরিচালনা করেন। এসময় স্ব স্ব এলাকায় সামাজিক ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রুপভিত্তিক জনসচেতনতা মূলক কর্যক্রম চালান।
শহরের নিমতলা বাসষ্টান্ড, মেইনবাসষ্টান্ড, থানা ও কলেজপাড়ায়,নিশ্চিন্তপুর, ঢাকালে পাড়াসহ বিভিন্ন এলাকায় এই কর্যক্রম চালানো হয়।
No comments