কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামীক ফাউন্ডেশনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

 
স্টাফ রিপোর্টার-ঝিনাইদহের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ অডিটরিয়ামে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। 
ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ডেঙ্গু ও চিকুন গুনিয়া রোগ প্রতিরোধে করনীয় বিষয়ক লিফলেট বিতারণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইসলামি ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার মডেল কেয়ারটেকার তরিকুল ইসলাম।

No comments

Powered by Blogger.