কালীগঞ্জ চিত্রা নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এস এম টিপু,- ঝিনাইদহের কালীগঞ্জের সিংদাহ গ্রামে মঙ্গলবার দুপুরে চিত্রা নদীর বদর ঘাট নামক স্থানে পানিতে পড়ে জান্নাতি খাতুন (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতি ওই গ্রামের ইসহাক আলীর নাতনি। সে যশোর জেলার চৌগাছা উপজেলার ভাদ্রা গ্রামের রাশিদুল ইসলামের মেয়ে।রাশিদুলের দুই মেয়ের মধ্যে জান্নাতি ছোট নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জান্নাতির মা বৃষ্টি খাতুন তাকে নদীতে গোছল করতে নিয়ে যায় এবং তাকে নদীর পাড়ে রেখে বাড়িতে যায় সাবান আনতে, ফিরে এসে তাকে সেখানে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজা-খুজির পর নদীর কচুরিপানার মধ্যে মৃত অবস্থায় পায়।
No comments